বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জন, ক্ষতিগ্রস্ত অর্ধ  কোটির বেশি মানুষ

0
81

আরো চারজনের মৃত্যুসহ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

নতুন করে প্রাণহানির মধ্যে ফেনী ও কুমিল্লায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত কুমিল্লায় ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, ফেনীতে ২৮ জন, নোয়াখালীতে ৯ জন, কক্সবাজারে ৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে ১ জন করে প্রাণ হারিয়েছেন।

তাদের মধ্যে ৪৫ জন পুরুষ, ৭ জন নারী ও ১৯ জন শিশু রয়েছে।

এছাড়া ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারসহ ১১টি জেলার ৬৮টি উপজেলায় ৫ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার পানিবন্দী পড়েছে। ১১টি জেলার ৫০৪টি পৌরসভা বা ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন।


তথ্যসূত্রঃ
১.বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১, ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ
-https://tinyurl.com/ykt6u9hp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল, শ্রমিক ধর্মঘটের ডাক
পরবর্তী নিবন্ধকৃষকদের সহায়তায় ‘মুদারাবা’ ও ‘মুশারাকা’ সিস্টেম চালু করলো আফগানিস্তান