বুলডোজার দিয়ে ফিলিস্তিনি কিশোরের লাশ টেনে নিয়ে গেল সন্ত্রাসী ইসরায়েলি সেনারা

0
102

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তাদের বর্বরতায় নির্বাক গোটা বিশ্ব। এবার প্রকাশ্যে এল নতুন আরেক নৃশংসতার দৃশ্য।

অধিকৃত পশ্চিম তীরের তুবাস গভর্নরেটের ফারা শরণার্থী শিবিরে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর তার মৃতদেহ সামরিক বুলডোজার দিয়ে টেনে নিয়ে গেছে ইহুদিবাদী সেনারা।

সংস্থাটি জানিয়েছে, সেনারা কিশোরটির দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে, তাকে গালাগালি করে এবং অ্যাম্বুলেন্স ক্রুদের তার কাছে পৌঁছাতে বাধা দেয়। তারপর তারা একটি সামরিক বুলডোজার ব্যবহার করে তাকে ক্যাম্প থেকে টেনে নিয়ে যায়। নিহতের নাম মাজেদ ফিদা আবু জেইনা।

সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী তুবাস শহরে একটি গাড়িতে বোমা হামলার সময় এই হত্যাকাণ্ড ঘটল। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোরে আরও পাঁচজন ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।


তথ্যসূত্র:
1. Israeli army drags Palestinian child’s body with bulldozer in West Bank
– https://tinyurl.com/2s3rd2tj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিজাব নিষিদ্ধ করা হিন্দু শিক্ষককে ‘শ্রেষ্ঠ অধ্যক্ষ’ সম্মাননা কর্ণাটক সরকারের
পরবর্তী নিবন্ধনাগরিকদের ঐক্য ও শরীয়াহ আইন প্রয়োগ নিশ্চিত করতে বিভিন্ন প্রদেশে সফর করছেন আমিরুল মুমিনীন