নাগরিকদের ঐক্য ও শরীয়াহ আইন প্রয়োগ নিশ্চিত করতে বিভিন্ন প্রদেশে সফর করছেন আমিরুল মুমিনীন

1
267

পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা দ্বীনের রজ্জু সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরতে আমাদের আদেশ দিয়েছেন, আর পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। জাতীয়তাবাদ তথা ভাষা, গোত্র, বর্ণ বা আঞ্চলিকতার ভিত্তিতে জনগণকে বিভাজন করা ইসলামে বরাবরই একটি নিন্দনীয় বিষয়। তাই ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সরকার তার মুসলিম নাগরিকদের মধ্যে মজবুত ভ্রাতৃত্ব গড়ে তোলাকে সর্বদা অগ্রাধিকার দিয়ে এসেছে।

সম্প্রতি তালেবান সরকারের সর্বোচ্চ আমির মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ দেশের উত্তরাঞ্চলীয় কয়েকটি প্রদেশে সফর করেছেন, এই সফর এখনও অব্যাহত রয়েছে। এর মধ্যে ফারিয়াব, জাওযান, বালখ ও সামানগান প্রদেশ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি প্রদেশেই তিনি স্থানীয় সামরিক-বেসামরিক কর্মকর্তা, আলেম সমাজ ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন।

এসব বৈঠকে নাগরিকদের মধ্যে ঐক্য বজায় রাখার গুরুত্বকে তিনি প্রাধান্য দিয়েছেন। উম্মতের মধ্যে জাতিগত, ভাষাগত কিংবা আঞ্চলিকতা ভিত্তিক বিভেদ দূর করার প্রয়োজনীয়তা তিনি তুলে ধরছেন, এই ক্ষেত্রে আলেম সমাজ ও গোত্র প্রধানদের ভূমিকা পালন করতে তিনি বিশেষভাবে নসিহত করেছেন। বিগত দশকগুলোতে আফগানবাসীকে অত্যন্ত দুর্ভোগ পোহাতে হয়েছিল, অভ্যন্তরীণ কোন্দলই এর পেছনে মূল কারণ বলে তিনি অভিহিত করেন।

এছাড়া দেশে ইসলামী আইন ও ডিক্রিসমূহ সঠিকভাবে প্রয়োগ করতে সরকারি কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন আমিরুল মুমিনীন। জনগণকে ইসলামী শরীয়ার নিকটবর্তী করতে তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অযোগ্য লোকদের দায়িত্ব অর্পণ করতে তিনি নিষেধ করেছেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সামানগান প্রদেশের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে এই সংক্রান্ত বিষয়ে সাক্ষাত করেছেন আমিরুল মুমিনীন। দেশে সুষ্ঠুভাবে শরীয়াহ আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আমিরের এই সফরগুলো অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলছে বলে মতামত প্রকাশ করেছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।


তথ্যসূত্র:
1. Islamic Emirate Leader Speaks With Samangan Officials in Balkh
– https://tinyurl.com/4xakstm2

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুলডোজার দিয়ে ফিলিস্তিনি কিশোরের লাশ টেনে নিয়ে গেল সন্ত্রাসী ইসরায়েলি সেনারা
পরবর্তী নিবন্ধআসামে ২৮ মুসলিমকে বিদেশি ঘোষণা দিয়ে বন্দী শিবিরে প্রেরণ