ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে মধু রপ্তানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। চলতি বছরের (হিজরি সৌরসাল ১৪০৩) প্রথম ৫মাসে ৪৩০কেজি মধু রপ্তানি করেছে আফগানিস্তান। এই মধু ওমান, জার্মানি ও জাপানে রপ্তানি করা হয়েছে। এতে রপ্তানি আয় হয়েছে সাড়ে ৪হাজার মার্কিন ডলার। ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহ উদ্দিন মুস্তাঈন হাফিযাহুল্লাহ এই তথ্য প্রদান করেন।
দেশের বাজারে ভেজাল ও নিম্নমানের মধু ক্রয়-বিক্রয় রোধ করার পরিকল্পনা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই উদ্দেশ্যে মধু পরীক্ষাগার স্থাপন করবে মন্ত্রণালয়টি। ফলে মধু সংশ্লিষ্ট ব্যবসা আরও সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, বর্তমানে আফগানিস্তানে ৩হাজার ৩৯৭টি মধু উৎপাদন খামার রয়েছে, যেখানে প্রায় ২হাজার ২০০মেট্টিক টন মধু উৎপাদিত হয়।
তথ্যসূত্র:
1. Afghanistan Exports Honey Worth $4,500 to Oman, Germany, and Japan
– https://tinyurl.com/2y539fm4