ভারতে টিফিনে বিরিয়ানি আনায় মুসলিম শিশুছাত্রকে স্কুল থেকে বহিষ্কার!

0
114

তৃতীয় শ্রেণীর এক স্কুলশিক্ষার্থী তার টিফিনে এনেছিল বিরিয়ানি। ০৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষ এই আমিষ খাবার নিয়ে আপত্তি তুলে ওই সাত বছরের মুসলিম শিশুছাত্রকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে।

এ ঘটনা ঘটেছে কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশে।

ভারতের উত্তর প্রদেশের আমরোহার এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে এই টিফিনকাণ্ড ঘিরে ছাত্রটির মা ও স্কুলের প্রিন্সিপালের মধ্যে বাক বিতন্ডাও হয়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, স্কুলটির অধ্যক্ষ অবিনাশ শর্মা ছাত্রের ধর্মীয় দিক নিয়ে কট্টর ভাষায় নানা কথা বলছে। ভিডিওতে অধ্যক্ষ এমনকি মাত্র ৭ বছর বয়সী মুসলিম ছেলেটির বিরুদ্ধে মন্দির ভাঙার এবং হিন্দুদের ধর্মান্তরিত করার অভিযোগও করেছে।

ভারতে বৃহস্পতিবার ছিল শিক্ষক দিবস। আর এই ভিডিও সদ্য ভাইরাল হতে শুরু করেছে। শিক্ষক দিবসের উৎসবের রেশের মধ্যে এই ভিডিও নানান প্রশ্ন তুলছে। ওই শিক্ষক তার ছাত্র সম্পর্কে যে পদক্ষেপ নিয়েছেন এবং ছাত্রের অভিভাবকের সাথে যে আচরণ করেছেন, তা নিয়ে বহু সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, অবিনাশ শর্মা বলছে, ‘সেই ছাত্রদের পড়াব না যারা বড় হয়ে মন্দির ভেঙে দেবে।’

তার অভিযোগ, মাত্র সাত বছরের ওই বাচ্ছা নাকি বাকি ছাত্রদের ধর্মীয়ভাবে ‘রূপান্তরিত’ করার চেষ্টা করেছে।

স্কুলের অধ্যক্ষের মুখে এই ভাষা শুনে ওই ছাত্রের মা বলছেন, ‘আমার ছেলে কোনোদিন এ ধরনের শব্দ শোনেনি, সে নিরীহ। তিনি জানিয়েছেন, ঘটনার পর বাড়িতে এসে ছেলে তার অভিজ্ঞতা জানিয়েছিল । ছেলেটি তার মা কে জানায়, স্কুলে তাকে সবার মাঝে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে, এমনকি তাকে একটি রুমে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।


তথ্যসূত্র:
1. Muslim student expelled from school for bringing biryani in tiffin
– https://tinyurl.com/mpv7eyew
2.UP: 7-year-old Muslim boy locked in room, expelled by school for bringing non-veg biryani in tiffin
– https://tinyurl.com/4znr2pbx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় ৩ জন প্যারামেডিক নিহত
পরবর্তী নিবন্ধঢাকা ওয়াসার নতুন এমডি নিয়োগেও জালিয়াতি