মহারাষ্ট্রে গরু চুরির মিথ্যা অভিযোগে মুসলিম ব্যবসায়ীকে নির্দয়ভাবে মারধর

0
68

ভারতের মহারাষ্ট্রের বেড জেলায় ২৮ বছর বয়সী মুহাম্মাদ হাজেক নামক এক মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়েছে কথিত গো-রক্ষা দলের উগ্র হিন্দুরা। ০৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। গরু চুরির মিথ্যা অভিযোগ তুলে ওই মুসলিমকে নির্দয়ভাবে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।

হাজেক নামক ওই মুসলিম জুতা ব্যবসায়ী রাতে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে। বাড়ি ফেরার পথে তিনি ফোনে কথা বলছিলেন। এ সময় উচ্চগতি সম্পন্ন এক গাড়ি একটি গরুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল। এমতাবস্থায়, তিনি গাড়িটিকে ক্যামেরাবন্দি করতে চাইলেও ব্যর্থ হন এবং গাড়িটি পালিয়ে যায়।

তিনি আরো জানান, বাড়ি ফেরার পথে একদল হিন্দুত্ববাদী লোক লাঠি, অস্ত্রসহ তার পথ অবরোধ করে। এরপর তারা গরু চুরির সাথে সংযুক্ত থাকার ভুয়া অভিযোগে তাকে মারধর করে। পরে হাজেকের পরিবার ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। আহত হাজেককে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।


তথ্যসূত্রঃ
1.Cow vigilantes assault Muslim shoe trader in Maharashtra’s Beed
-https://tinyurl.com/yp4n5pbx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১২০৯ কোটি টাকা ঋণ রেখে পালালো আওয়ামী এমপি
পরবর্তী নিবন্ধমাদক সংশ্লিষ্ট সমস্যা সমাধানে সর্বোচ্চ কমিশন গঠন করল ইমারতে ইসলামিয়া প্রশাসন