তাঁবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৪০

0
90

গাজা উপত্যকার শরণার্থীশিবিরের তাঁবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত ৬০ জন। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে হতাহতের এই তথ্য দিয়েছে বিবিসি।

০৯ সেপ্টেম্বর, সোমবার রাতে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নিরাপদ ঘোষিত আল-মাওয়াসি এলাকায় এই হামলা চালানো হয়।

এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ২০টি তাঁবু ইসরায়েলি হামলার শিকার হয়। হামলার সময় এসব তাঁবুতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘুমাচ্ছিলেন।

আল-মাওয়াসি শরণার্থীশিবিরের প্রবেশপথে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ইউকে-মেড পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল আছে। এই হাসপাতালের কাছেই হামলার ঘটনা ঘটে।

গাজার রাফা ও খান ইউনিসে স্থল অভিযান চালানোর সময় আল-মাওয়াসিকে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করেছিল ইসরায়েলি বাহিনী। এরপর অনেক ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি ছেড়ে উপকূলীয় এই এলাকায় আশ্রয় নেন। এখানকার তাঁবুগুলোয় তাঁরা গাদাগাদি করে অবস্থান করছেন।

হামলার পর জীবিতদের খোঁজে উদ্ধারকাজ চালানোর সময় উদ্ধারকর্মীরা দেখতে পান, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাঁবু দিয়ে তৈরি শরণার্থীশিবিরে প্রায় ৯ মিটার গভীর গর্ত সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর এলাকাটিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যখন তাঁবুগুলো আগুনে পুড়ছিল, তখন আকাশে চক্কর দিচ্ছিল ইসরায়েলি গোয়েন্দা উড়োজাহাজগুলো।

গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, হামলায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুদের সমস্যা হচ্ছে। এই হামলা এই উন্মত্ত যুদ্ধের সবচেয়ে জঘন্য গণহত্যাগুলোর একটি।


তথ্যসূত্র:
1. Hamas says Israeli strikes kill 40 in Gaza safe zone
– https://tinyurl.com/33k5eny2
2.Khan Younis safe zone strike: 40 killed in Israeli attack on Al-Mawasi, Gaza officials say
– https://tinyurl.com/4vzwrd26

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদক সংশ্লিষ্ট সমস্যা সমাধানে সর্বোচ্চ কমিশন গঠন করল ইমারতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধআফিম গাছের বিকল্প হিসেবে আফগান কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে তুলসী চাষ