উত্তরাখণ্ডের কয়েকটি গ্রামে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড লাগালো হিন্দুত্ববাদীরা

0
112

ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কয়েকটি গ্রামে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড লাগিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা।

৯ সেপ্টেম্বর, সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মুসলিম মিরর। প্রতিবেদনটিতে প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, সাইনবোর্ডগুলো স্থানীয় গ্রামসভার অনুমতিতে লাগানো হয়েছে। এগুলোতে লেখা হয়েছে, ‘অহিন্দু/রোহিঙ্গা মুসলিম হকারদের গ্রামে ব্যবসা করতে বা ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে, যদি তাদের কাউকে গ্রামে দেখা যায়, তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

অতি সম্প্রতি বিজেপি শাসিত উত্তরাখণ্ডে বেশ কিছু ইসলাম বিদ্বেষী ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১ সেপ্টেম্বর নন্দনগরে ১০টি পরিবারকে হত্যার হুমকি দেয় হিন্দুত্ববাদীরা। এরপর হিন্দুত্ববাদীরা তাদের দোকান ও লোকজনের ওপর হামলা চালালে পালিয়ে যেতে বাধ্য হয় মুসলিমরা।

এ ঘটনার ভুক্তভোগীদের একজন জানান, ‘আমরা মৃত্যুর হুমকি পাওয়ার পর শহর ছাড়তে বাধ্য হয়েছি। উত্তেজিত হিন্দু জনতা আমাদের দোকান এবং আমাদের লোকদের ওপর আক্রমণ করেছে। আমরা ঝড় বৃষ্টির মধ্যেই জীবন বাঁচাতে রাতের অন্ধকারে প্রায় ২০ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে। এখন আমরা উত্তর প্রদেশে অবস্থান করছি।

এইসব ঘটনার পর মুসলিম সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল উত্তরাখণ্ডের পুলিশ মহাপরিদর্শকের সাথে দেখা করে মুসলিমদের বিরুদ্ধে বাড়তে থাকা বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উত্তরাখণ্ডের পুলিশ জানিয়েছে, কয়েকটি গ্রাম থেকে কিছু সাইনবোর্ড সরানো হয়েছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার প্রচেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ।

বর্তমানে এলাকাটিতে মুসলিমদের ওপর আরও হামলার আশংকা করা হচ্ছে, ফলে মুসলিমরা আতংকিত অবস্থায় সময় পার করছেন।


তথ্যসূত্র:
1. Boards banning non-Hindus, Rohingya Muslims in Uttarakhand village spark row
– https://tinyurl.com/mr6xsm9w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুই বছরে ১৫ লাখ বাড়ি গুড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী মোদি সরকার, বাস্তুচ্যুত ৭০ লাখ মানুষ
পরবর্তী নিবন্ধব্যবসায়ীদের হাতে রাখতে ৩৪ হাজার কোটি টাকা শুল্ক ছাড় দিয়েছিল আওয়ামী সরকার