আগামী ৫বছরে ১৫লক্ষ কর্মসংস্থান তৈরির পরিকল্পনা প্রণয়ন করেছে তালেবান প্রশাসন

1
109

আগামী ৫বছরের মধ্যে ১৫লক্ষ নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা ব্যক্ত করেছে ইমারতে ইসলামিয়া সরকারের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। জাতীয় শ্রম সম্মেলনে স্বাক্ষরিত ১৫টি চুক্তির আওতায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সম্প্রতি প্রকাশিত শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিগত বছরের কর্মসম্পাদন প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান, ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমিরের জারিকৃত ডিক্রির ভিত্তিতে মন্ত্রণালয়টির আইন ও বিধিমালা সংশোধন করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারী ও জনগণের কল্যাণের স্বার্থেই এই সংশোধনী আনা হয়েছে।

আফগানিস্তানে বেকারত্বের হার ক্রমেই হ্রাস পাচ্ছে বলে উল্লেখ করেন শ্রম ও সমাজকল্যাণ উপমন্ত্রী মুহাম্মদ জাহিদ আহমাদ জাই হাফিযাহুল্লাহ। এমনকি বর্তমানে দেশটিতে বেকারত্বের হার তথাকথিত উন্নত দেশগুলোর চেয়েও কম বলে তিনি প্রতিবেদনে তুলে ধরেন। বেকারত্ব কমিয়ে আনতে বিগত বছর ৭৪হাজারের অধিক নাগরিককে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ২৭টি প্রদেশের শ্রম বাজার সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে সরকারের এই মন্ত্রণালয়।

১লক্ষ ১৮হাজারের অধিক স্বদেশী ও ৩হাজার ৩৮১জন বিদেশী নাগরিককে ওয়ার্ক পারমিট প্রদান করা হয়েছে। বিদেশে দক্ষ শ্রমিক প্রেরণের উদ্দেশ্যে বিভিন্ন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে উক্ত মন্ত্রণালয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল কাতার, ইরান, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।


তথ্যসূত্র:
1. Five-Year Plan Launched to Create 1.5 Million Jobs in Afghanistan
– https://tinyurl.com/2ykkm6no

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের বিরুদ্ধে সংঘাতের এই ইতিহাস ১১ সেপ্টেম্বরে শুরু হয়নি
পরবর্তী নিবন্ধউত্তরপ্রদেশে হিন্দুত্ববাদীদের বিক্ষোভের জেরে মসজিদের মিনার গুড়িয়ে দিল পুলিশ