উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদীদের বিক্ষোভের জেরে মসজিদের মিনার গুড়িয়ে দিল পুলিশ

0
116

উত্তর প্রদেশের বেরোলিতে উগ্রহিন্দুদের আন্দোলনের প্রেক্ষিতে এক মসজিদের তিনটি মিনার ভেঙে দিয়েছে হিন্দুত্ববাদী পুলিশ। গত ০৮ সেপ্টেম্বর, রবিবার মুলুকপুর এলাকায় মানসুরি মসজিদ নির্মাণকালে এই ঘটনা ঘটে।

মসজিদের পুরাতন মিনার সংস্কারের  সময় স্থানীয় হিন্দুরা আপত্তি তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। স্থানীয় কাউন্সিলর ও হিন্দু জাগরণ মঞ্চও এতে অংশগ্রহণ করে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। তারা দাবি করে, অনুমতি না নিয়ে  মসজিদে নতুন করে মিনার নির্মাণ অবৈধ।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, উগ্র হিন্দুদের বিক্ষোভের পর পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায় এবং সংস্কার চলমান মিনারগুলো ভেঙে ফেলে।

স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা দাবি করেছে, নতুন করে তিনটি মিনার নির্মাণ করা হয়েছে। কিন্তু স্থানীয় মুসলিমরা জানায় নতুন করে কোনো মিনার নির্মাণ করা হয়নি, বরং পুরোনো মিনারগুলোর সংস্কার কাজ করা হচ্ছিল।

মুহাম্মাদ নাইম নামক এক মুসলিম স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সময়ের সাথে সাথে মসজিদের কিছু মিনার পুরোনো ও দুর্বল হয়ে গিয়েছিল। দুর্বল মিনারগুলো সংস্কার করার জন্য পরিকল্পনা করা হচ্ছিল এবং সে উদ্দেশ্যে অনুদান সংগ্রহ করে কাজ শুরু করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘যদি এই বিষয়ে কারো কোনো আপত্তি থাকে তাহলে তারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারতো। তাহলে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান সম্ভব হতো। কিন্ত শান্তিপূর্ণভাবে সমাধান না করে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে। যার কারণে সবাইকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।’

নির্মাণের জন্য অনুমতি নেওয়া হয়েছে কি না গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা পরিষ্কারভাবে জানায় নতুন করে কোনো মিনার নির্মাণ নয় বরং পুরোনো মিনারেরই সংস্কার কাজ চলছিল।  যেহেতু মিনার মসজিদেরই অংশ তাই অনুমতি ছাড়াই মিনারগুলোর সংস্কার করা হচ্ছিল।

তিনি আরো জানান, এটাকে কোনোক্রমেই নির্মাণ বলা চলে না, বরং এটি ছিল সংস্কার।

আর একজন স্থানীয় বাসিন্দা জিসান গণমাধ্যমকে জানায়, কিছু লোক ইচ্ছাকৃত মানুষকে মসজিদের বিরুদ্ধে দাড় করিয়ে দিয়েছে।


তথ্যসূত্র:
1.UP: Minarets of Mosque Demolished at Police Order after Hindutva Protest in Bareilly
-https://tinyurl.com/y89enya9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআগামী ৫বছরে ১৫লক্ষ কর্মসংস্থান তৈরির পরিকল্পনা প্রণয়ন করেছে তালেবান প্রশাসন
পরবর্তী নিবন্ধ১ বছরে ১ লক্ষ ২২ হাজার মানুষের চাকরির ব্যবস্থা করেছে আফগানিস্তান