১ বছরে ১ লক্ষ ২২ হাজার মানুষের চাকরির ব্যবস্থা করেছে আফগানিস্তান

1
160

গত ১ বছরে আফগানিস্তান সরকার মোট ১,২২,১৩৬ জন মানুষের জন্য চাকরির ব্যবস্থা করেছে। এ তথ্যটি গত সোমবার (৯ সেপ্টেম্বর) দেশটির শ্রম ও সমাজ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত বছর বিভিন্ন সংস্থার সঙ্গে অন্তত ১৫টি চুক্তি সম্পন্ন করেছে শ্রম ও সমাজ মন্ত্রণালয়। এসব চুক্তির মাধ্যমে আগামী বছর আরও অন্তত ১.৫ মিলিয়ন (১৫ লক্ষ) ব্যক্তির জন্য সরাসরি বা পরোক্ষভাবে কর্মসংস্থান সুবিধা নিশ্চিত করা হবে।

এছাড়াও প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৭৪,৭৩৮ জনকে চাকরি বাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩,৩৮১ জন বিদেশী নাগরিককে ওয়ার্ক পারমিট প্রদান করা হয়েছে। প্রশিক্ষণমূলক ১৫টি কারিগরি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। কারিগরি প্রশিক্ষণ, বৃত্তিমূলক শিক্ষা, মানবিক সহায়তা এবং সেবামূলক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে ৬৮টি সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ৬০,০০০ মানুষ উপকৃত হবে এবং ৩,০০০ নতুন চাকরি সৃষ্টি হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ৬,৩৪১ জন এতিমকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ১০,২৯৭ শিশুকে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন ইন্টার-এজেন্সি চুক্তির আওতায় ৮,০২,২৫২টি দুর্বল ও নিম্ন আয়ের পরিবারকে স্বাবলম্বী হতে সহায়তা করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পিছিয়ে পড়া ৭টি অঞ্চলে কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি, কাজের গতিশীলতা, কারিগরি প্রশিক্ষণ এবং বৃত্তিমূলক শিক্ষা নিয়ে ব্যাপক গবেষণা করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে, ইমারতে ইসলামিয়া সরকার কাতার, রাশিয়া এবং আরব আমিরাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এর আওতায় বিদেশে দক্ষ ও আধা-দক্ষ আফগান কর্মীদের নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. د امارتي ادارو د یو کلنو لاسته راوړنو د تشریح پروګرام کې، د کار او ټولنیزو چارو وزارت خپل عمده فعالیتونه او لاسته راوړنې رسنیزې کړې؛
– https://tinyurl.com/3uedu8sk
2. In the past year, work permits have been distributed to about 122,000 people/ employment opportunities are provided for 1.5 million people
– https://tinyurl.com/bdzfpdnc

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে হিন্দুত্ববাদীদের বিক্ষোভের জেরে মসজিদের মিনার গুড়িয়ে দিল পুলিশ
পরবর্তী নিবন্ধদক্ষিণ গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ২ ইসরায়েলি সেনা নিহত ও আহত ৭ জন