দক্ষিণ গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ২ ইসরায়েলি সেনা নিহত ও আহত ৭ জন

0
148

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই দখলদার সেনা নিহত ও সাতজন আহত হয়েছে, ১১ সেপ্টেম্বর, বুধবার এ তথ্য স্বীকার করেছে সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী ।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে যে বুধবার রাতে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে গুরুতর আহত এক সৈন্যকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় একটি UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। অবতরণ করার সময় হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে । তবে দুর্ঘটনাটি এখনও তদন্তাধীন।
এই দুই সেনা নিহতের ফলে ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল হামলা শুরুর পর মোট নিহত সেনার সংখ্যা বেড়ে ৩৪৪ হয়েছে।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে।
চলমান অবরোধের ফলে গাজায় খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে এবং এই অঞ্চলের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবরের পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৪১ হাজার ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৪ হাজার ৯২৫ জন।


তথ্যসূত্র:
1.Helicopter crash kills 2 Israeli soldiers, injures 7 in southern Gaza
– https://tinyurl.com/4avd8j4w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১ বছরে ১ লক্ষ ২২ হাজার মানুষের চাকরির ব্যবস্থা করেছে আফগানিস্তান
পরবর্তী নিবন্ধকাবুল প্রদেশে তারাখিল সাবস্টেশন নির্মাণ প্রকল্প উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া সরকার