কাবুল প্রদেশে তারাখিল সাবস্টেশন নির্মাণ প্রকল্প উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া সরকার

0
202

আফগানিস্তানের কাবুল প্রদেশে সম্প্রতি ২৫২ এমভিএ (252 MVA) তারাখিল সাবস্টেশন এবং সাবস্টেশন সংলগ্ন ২২০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে তালেবান সরকারের বিদ্যুৎ ও পানি সম্পদ মন্ত্রণালয়। প্রকল্পটির সর্বমোট ব্যয় নির্ধারিত হয়েছে ১৮.৭ মিলিয়ন ডলার। এটি বাস্তবায়নের মেয়াদ ২বছর।

প্রকল্পটি বাস্তবায়নের ফলে কাবুল শিল্প অঞ্চল, হাসপাতাল ও সরকারি অফিস-আদালতে লোডশেডিং সমস্যা সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও পানি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ মনসুর হাফিযাহুল্লাহ। একই সাথে কাবুলের প্রায় আড়াই হাজার অধিবাসী এই প্রকল্প থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ।

বিদেশ থেকে আমদানির পরিবর্তে দেশীয় সম্পদ দ্বারা বিদ্যুৎ চাহিদা মেটানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারতে ইসলামিয়া সরকার। এটি এই সরকারের অন্যতম অগ্রাধিকারপূর্ণ বিষয় বলে উল্লেখ করেছেন রাজনৈতিক উপমন্ত্রী মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় সম্পদ আফগানিস্তানে মজুদ রয়েছে বলেও তিনি জানান।

একটি শিল্পোন্নত দেশ গড়ে তুলতে বিদ্যুৎ সমস্যা সমাধান করা একান্ত জরুরি। তাই বিদ্যুৎ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রচেষ্টা হিসেবে তারাখিল সাবস্টেশন নির্মাণের উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতামত জানিয়েছেন শিল্প ও বাণিজ্য বিভাগের কর্মকর্তাগণ।

দেশটির বিদ্যুৎ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানের পানিশক্তি, বায়ুশক্তি, সৌরশক্তি ও তাপশক্তি কাজে লাগিয়ে যথাক্রমে ২৩হাজার, ৬৭হাজার, ২লক্ষ ২২হাজার এবং ৬হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই সম্ভাবনাকে বাস্তবে রূপান্তর করতে কাজ করে যাচ্ছে তালেবান প্রশাসন।

তথ্যসূত্র:
1. Energy Projects to Boost Domestic Power Supply to Launch Worth $18.7M
– https://tinyurl.com/2c67cs8p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ২ ইসরায়েলি সেনা নিহত ও আহত ৭ জন
পরবর্তী নিবন্ধগাজায় স্কুলে ইসরাইলি বোমা হামলায় জাতিসংঘের ৬ সদস্যসহ নিহত ১৮