কাশ্মিরে স্বাধীনতাকামীদের হামলায় ২ ভারতীয় সেনা নিহত, আহত ২

0
393

গত ১২ সেপ্টেম্বর কাশ্মিরের কিশতওয়ার জেলায় স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলায় ২ ভারতীয় সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২ সেনা।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, ঐ দিন ভারতীয় সেনা ও পুলিশের একটি যৌথ দল পিংনার ডুগাড্ডা বনাঞ্চলে স্বাধীনতাকামীদের লক্ষ্য করে অভিযান চালায়। এ সময় স্বাধীনতাকামীরা সেখানে আগে থেকেই ওত পেতে থাকে এবং ভারতীয় বাহিনী পৌঁছা মাত্রই তীব্র হামলা পরিচালনা করে, এতে ভারতীয় বাহিনীর ৪ সদস্য গুরুতর আহত হয়।

পরে জানা যায়, আহত সৈন্যদের মধ্যে ভিপিন কুমার এবং অরবিন্দ সিং নামে দুই সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সম্প্রতি ভারতীয় বাহিনীর ওপর কাশ্মিরি স্বাধীনতাকামীদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত জুলাই মাসে স্বাধীনতাকামীদের হামলায় ৪ ভারতীয় সেনা নিহত হয়েছিল।


তথ্যসূত্র:
1. 2 soldiers die in gunfight with terrorists in J&K’s Kishtwar: Army
– https://tinyurl.com/49vc9zxm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাইশুল আদলের হামলায় ইরানি বাহিনীর ৩ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধদীর্ঘ প্রতীক্ষার পর আফগানিস্তানে উদ্বোধন হল TAPI গ্যাসলাইন মেগাপ্রকল্পের নির্মাণ কাজ