শরিয়াহ আইন নিয়ে কটূক্তি করলে বিচারের আওতায় নেওয়া হবে: তালিবান

0
261

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সকল প্রতিষ্ঠানগুলোকে ইসলামি শরীয়ত অনুযায়ী আইনি খসড়া নথিপত্র তৈরির নির্দেশনা দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। তবে এই নথি তৈরি করতে গিয়ে যদি কোন ব্যক্তি ইসলামি শরীয়তের বিধানকে নিয়ে কটূক্তি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

শুক্রবার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে আফগান বিচার মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের আইন সংক্রান্ত প্রতিটি অনুচ্ছেদ পবিত্র কুরআন, হযরত মুহাম্মদ (ﷺ) এর হাদিস ও হানাফি মাযহাবের প্রতিষ্ঠিত মতবাদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামি ব্যবস্থাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব আইনি নথিপত্রের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য সহ্য করা হবে না। যেসব ব্যক্তিরা এই কাজ করতে যাবে তাদের অবশ্যই চিহ্নিত করা হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।


তথ্যসূত্র:
1. Criticizing Sharia law is punishable offense
– https://tinyurl.com/3k96c826

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগণঅভ্যুত্থানের স্লোগান বদলানোর শঙ্কা, ‘রাজাকার’ ধ্বনিতে আবারও উত্তাল ঢাবি
পরবর্তী নিবন্ধমালিতে ৫ দিনে আল-কায়েদার ৮ অভিযান