গাজায় বর্বর ইসরায়েলি হামলায় ২০ জন নিহত

0
73

১৬ সেপ্টেম্বর, সোমবার গাজায় দখলদার ইসরায়েলের হামলায় নতুন করে ২০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো ৭৬ জন। এদের মধ্যে দশজন নিহত হয়েছেন নুসেইরাত ক্যাম্পে। অন্য দশজন মারা গেছেন গাজা শহরের জেইতুন ও শেখ রাদওয়ান এলাকায়।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে যে দক্ষিণ গাজার রাফাহতে আবু শার পরিবারের বাড়িতে হামলার পর তারা দুটি মৃতদেহ এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে।

ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন যে বাহলউল পরিবারের বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজ দুই শিশুকে খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চলছে।

১৬ সেপ্টেম্বর, সোমবার আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে কাসসাম কবরস্থানের কাছে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরের উত্তরেও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবসহ মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যায়।

কয়েক মাস পরে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে গত নভেম্বরে গাজায় নিহত তিন ইসরায়েলি বন্দি খুব সম্ভবত তাদের নিজস্ব বিমান হামলায় নিহত হয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের আগ্রাসনে অন্তত ৪১ হাজার ২২৬ জন নিহত হয়েছেন। এছাড়াও বর্বর এই হামলায় আরও অন্তত ৯৫ হাজার ৪১৩ জন ব্যক্তি আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1.Gaza death toll reaches 41,226 amid relentless Israeli assault
– https://tinyurl.com/3fbn335u
2.Children among 20 Killed in Israeli Strikes on Gaza’s Nuseirat Refugee Camp
– https://tinyurl.com/34rr2y2p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের পৃথক অভিযানে অন্তত ১৮ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধপূর্ববর্তী সরকারের ২.৭ বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করেছে তালিবান সরকার