পূর্ববর্তী সরকারের ২.৭ বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করেছে তালিবান সরকার

0
315

ইমারতে ইসলামিয়া প্রশাসন আফগানিস্তানের বৈদেশিক ঋণের ২.৭ বিলিয়ন আফগানি (আফগানিস্তানের মুদ্রা) পরিশোধ সম্পন্ন করেছে। এই ঋণগুলো পূর্ববর্তী আফগান সরকার বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান থেকে গ্রহণ করেছিল।

গত ১৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ঋণ পরিশোধের জন্য সৌর হিজরি ১৪০৩ সালের জাতীয় বাজেট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর অনুরোধ এবং ইমারতে ইসলামিয়া প্রশাসনের নির্দেশ অনুযায়ী এই পরিশোধ সম্পন্ন হয়।

পরিশোধকৃত ঋণের মধ্যে বিশ্ব ব্যাংকে ৯১০ মিলিয়ন আফগানি এবং এশীয় উন্নয়ন ব্যাংকে প্রায় ১.৯ বিলিয়ন আফগানি ঋণ পরিশোধ করা হয়েছে। এছাড়াও, আফগানিস্তানের বিদ্যুৎ কোম্পানি ৬২৭ মিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করেছে, যা চারটি প্রতিবেশী দেশ থেকে আমদানি করা বিদ্যুতের জন্য ছিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, গত তিন বছরে ইমারতে ইসলামিয়া প্রশাসন নতুন কোনো বিদেশি ঋণ গ্রহণ করেনি। বরং পূর্ববর্তী সরকারের চুক্তির ঋণ পরিশোধের প্রতি মনোনিবেশ করেছে, যাতে আফগানিস্তান বিদেশী ঋণের ঊর্ধ্বে থাকতে পারে।

এই পদক্ষেপগুলি আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ঋণ মুক্তির লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. IEA Repays Foreign Debts of 2.7 billion AFN
– https://tinyurl.com/2pje5sd7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় ২০ জন নিহত
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত