সন্ত্রাসী ইসরায়েলের হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত

0
41

ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মতে,গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। গত কয়েকদিন ধরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী শরণার্থী শিবিরে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী উত্তর গাজা উপত্যকার অঞ্চলে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে তিনজন বেইত হানুনের কাছে বেসামরিকদের একটি সমাবেশে বিমান হামলায় নিহত হয়েছে।

এতে আরও বলা হয়, ইসরায়েলের দুটি বিমান হামলায় গাজা শহরে দুই শিশু ও একজন নারীসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এছাড়াও, নুসেইরাত শরণার্থী শিবিরের দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও ১৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও বলেছে যে খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে।

হামলার পর, ধ্বংসস্তূপের নিচে অনেক দেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন এবং উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন।

এছাড়া, দক্ষিণ পশ্চিম গাজায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে নারী শিশুসহ প্রাণ হারান কয়েকজন। খান ইউনিসের বাস্তুচ্যুত তাবুতেও আগ্রাসন চালায় দখলবাহিনী। সেখানেও শিশুসহ বেশ কয়েকজন নিহত হন।


তথ্যসূত্র:
1. Israeli airstrikes kill 35 Palestinians across Gaza Strip
– https://tinyurl.com/2my34fcy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপূর্ববর্তী সরকারের ২.৭ বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করেছে তালিবান সরকার
পরবর্তী নিবন্ধভারতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় ছয় যুবককে গ্রেফতার করলো পুলিশ