দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভয়াবহ বন্যায় দেশের পূর্বাঞ্চলে এখন পর্যন্ত মোট প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেছে।
হিসাবে বলা হয় ফেনীসহ দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় গত আগস্ট মাসের বন্যায় কৃষি, ঘরবাড়ি, রাস্তাঘাটসহ সব মিলিয়ে ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষতি হয়েছে। ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন ৪৫ লাখ ৫৬ হাজার ১১১ জন। ভয়াবহ সেই বন্যায় মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৬৪ জন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বন্যায় ক্ষয়ক্ষতির সবশেষ এই হিসাব দেয়। বন্যাকবলিত ১১ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা।
ভারতের পানি ছেড়ে দেওয়া এবং অতি বৃষ্টির কারণে গত ২০ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয়। দ্রুতই তা ছড়িয়ে যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে।
তথ্যসূত্র:
1. আগস্টের বন্যায় ৭৪ জনের মৃত্যু, ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি
– https://tinyurl.com/3k65vxd3