আফগানিস্তানের কান্দাহার প্রদেশের ইসলামিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে সম্প্রতি ৪৮০জন পুলিশ কর্মকর্তা সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদেরকে সংবর্ধনা প্রদান উপলক্ষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানকে তাৎপর্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়া সরকারের সর্বোচ্চ আমির মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ।
অনুষ্ঠানে সদ্য প্রশিক্ষণ সম্পন্নকারী পুলিশ কর্মকর্তাদের নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন আমিরুল মুমিনীন। তাদের প্রতি সম্মানিত আমিরের মূল্যবান কয়েকটি নসিহত হল নাগরিকদের প্রতি সদয় আচরণ, জাতীয় সম্পদের হেফাজত, অহংকার পরিহার, যেকোন চ্যালেঞ্জকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে বিবেচনা করা ও তা সমাধানে আন্তরিক ভূমিকা পালন করা ইত্যাদি।
তিনি ইমারতে ইসলামিয়া সরকারের বর্তমান অগ্রগতির দিক আলোকপাত করেন, তা ভবিষ্যতেও জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সরকারের এই অগ্রযাত্রার পথে জনসাধারণকে পাশে থাকতেও তিনি আহ্বান জানান।
গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ, প্রদেশটির গভর্নর মোল্লা শিরীন আখন্দ হাফিযাহুল্লাহ, ইমারাতে ইসলামিয়ার বিশেষ বাহিনীর কমান্ডার মৌলভী আমীন জান ফতুল্লাহ হাফিযাহুল্লাহ। এতে আরও অংশগ্রহণ করেছেন পুলিশ কমান্ডার, সংশ্লিষ্ট জেলা গভর্নর, গোয়েন্দা বিভাগের প্রাদেশিক প্রধান, অসংখ্য আলেম এবং সাধারণ মুসলমান।
তথ্যসূত্র:
1. Esteemed Amir-ul-Momineen (May Allah protect him) Attends Graduation Ceremony of Police
– https://tinyurl.com/9s76sm99