মধ্যপ্রদেশে পুত্রের চোখের সামনে সাংবাদিক পিতাকে গুলি করে হত্যা

0
107

৩৫ বছর বয়সী সালমান আলী নামক এক মুসলিম সাংবাদিককে তার নয় বছর বয়সি ছেলের চোখের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। গত ১৭ আগস্ট, মঙ্গলবার মধ্যপ্রদেশের রাজগড় জেলায় ঘটনাটি ঘটে।

পুলিশের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, রাজগড় জেলার সরংপুর এলাকায় একটি হাসপাতালের সামনে স্কুটিতে বসা ছিল ওই সাংবাদিক ও তার ছেলে। এমন সময় অপরিচিত তিন হামলাকারী একটি বাইকে করে এসে তার উপর প্রকাশ্যে গুলি চালায়। গুলি করেই পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা গুলির আওয়াজ শুনে জড়ো হয় এবং পুলিশকে খবর দেয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, মির সালামান আলী নামক নিহত ওই সাংবাদিক ‘দস্তক নিউজ’ নামক স্থানীয় একটি সংবাদ মাধ্যমে কাজ করতো। গেল এক বছরে ওই সাংবদিকের উপর এই নিয়ে দুইবার হামলা করা হয়।


তথ্যসূত্রঃ
1.Journalist Salman Ali Shot Dead in Madhya Pradesh’s Rajgarh District
-https://tinyurl.com/ctwymz37

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে সদ্য স্নাতক প্রশিক্ষণ সম্পন্ন করল ৪৮০জন পুলিশ কর্মকর্তা
পরবর্তী নিবন্ধউজবেকিস্তানে এই প্রথমবার আলু রপ্তানি করল তালিবান সরকার