দক্ষিণ গাজার রাফায় মুজাহিদিনদের সাথে ভয়াবহ সংঘর্ষে ৪ দখলদার সেনা খতম

0
163

দক্ষিণ গাজায় মুজাহিদদের আক্রমণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরো পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ১৮ সেপ্টেম্বর, বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য স্বীকার করেছে।

দখলদার বাহিনী জানিয়েছে, রাফায় সংঘর্ষে চার সন্ত্রাসী ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজন গিভাটি ব্রিগেডের শেকড ব্যাটালিয়নের সদস্য। চতুর্থজন ছিল একজন নারী সৈনিক। সে ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নে কর্মরত ছিল ।

নিহত সৈন্যরা হলো- ক্যাপ্টেন ড্যানিয়েল মিমন তোফ, স্টাফ সার্জেন্ট আগম নাইম, স্টাফ সার্জেন্ট অমিত বাকরি এবং স্টাফ সার্জেন্ট দোতান শিমন। এর মধ্যে মিমন তোফ ছিল ডেপুটি কোম্পানি কমান্ডার। নিহতদের বয়স ২১ থেকে ২৩ বছরের মধ্যে। নাইম হল প্রথম মহিলা সৈনিক যে গাজা উপত্যকায় স্থল অভিযানের সময় নিহত হল।

পৃথকভাবে সন্ত্রাসী সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাফায় রকেট চালিত গ্রেনেড (আরপিজি) গুলিতে আরো এক সেনা গুরুতর আহত হয়েছে। ৭ অক্টোবর ২০২৩-এ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭১৩ সেনা নিহত হয়েছে।


তথ্যসূত্র:
1. Israeli army says 4 soldiers killed in southern Gaza clashes
– https://tinyurl.com/3psrv588
2.4 IDF troops killed, several hurt during fighting in southern Gaza’s Rafah
– https://tinyurl.com/4nn8fv4j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউজবেকিস্তানে এই প্রথমবার আলু রপ্তানি করল তালিবান সরকার
পরবর্তী নিবন্ধমালির রাজধানীতে মুজাহিদদের নজিরবিহীন হামলায় ৪ শতাধিক সেনা হতাহত, ধ্বংস ১০টি যুদ্ধবিমান