সোমালিয়ায় শাবাবের পৃথক অভিযানে অন্তত ২৬ শত্রু সেনা হতাহত

0
164

সোমালিয়ার রাজধানী মোগাদিশু, বে এবং জুবা রাজ্যে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে পৃথক সামরিক অপারেশন চালিয়েছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। এতে অন্তত ১৩ সেনা নিহত এবং অন্য ১৩ সেনা সদস্য আহত হয়েছে।

প্রতিরোধ বাহিনী সংশ্লিষ্ট শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ১৮ সেপ্টেম্বর বুধবার, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বে রাজ্যের কানশাদিরি শহরের একটি সেনা ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন শাবাব মুজাহিদিনরা। সামরিক ঘাঁটিতে মুজাহিদদের এই অভিযানে অন্তত ৬ শত্রু সেনা নিহত এবং ৪ সেনা আহত হয়েছে।

এদিন দক্ষিণ সোমালিয়ার জুবা রাজ্যের কিসমায়ো শহরেও সফল অভিযান চালান মুজাহিদগণ। অভিযানটি শহরের উপকণ্ঠে বোলো-হাজি এলাকায় মোগাদিশু বাহিনীর একটি সেনা সমাবেশ লক্ষ্য করে চালানো হয়। ফলশ্রুতিতে ৬ সোমালি সেনা নিহত এবং আরও ৯ সেনা সদস্য আহত হয়।

এমনিভাবে রাজধানী মোগাদিশুর কেন্দ্রীয় বাকারা বাজারেও একটি ঝটিকা আক্রমণ চালান মুজাহিদগণ। এতে এক সোমালি সেনা নিহত হয়, এসময় মুজাহিদগণ নিহত সেনা সদস্যের অস্ত্রটিও জব্দ করে নিয়ে যান।

উল্লেখ্য যে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের বীর যোদ্ধারা বুধবার রাজধানী মোগাদিশু, হিরান ও বাকুল রাজ্যে আরও ৬টি পৃথক অপারেশন পরিচালনা করেছেন। এরমধ্যে ৪টি অভিযানই শত্রু বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়, যাতে শত্রু বাহিনীর বস্তুগত ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের লক্ষ্য করে ভারতীয় রাজ্য বিধায়কের উস্কানীমূলক বক্তব্য
পরবর্তী নিবন্ধশরীয়াহ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তালেবান বিশেষ বাহিনীর ৯৪৭জন সদস্য