যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা ও অভিযানে ২০ সেপ্টেম্বর, শুক্রবার অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। ২১ সেপ্টেম্বর, শনিবার এক প্রতিবেদনে আহত-নিহতের এ সংখ্যা জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গাজায় দখলদার ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর।
গাজা শহর জুড়ে বাড়িঘরে এবং জনসমাবেশে ছয়টি বিমান হামলায় তিন শিশু এবং দুই নারীসহ ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, উত্তর গাজায় একটি বাড়ি ও একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
বাসাল বলেন, মধ্য গাজা এলাকায় বাস্তুচ্যুত লোকদের আশ্রয় নেয়া একটি ভবনে দখলদারদের হামলায় ১০ জন নিহত হয়েছে।
গাজার সর্বদক্ষিণে অবস্থিত রাফাতে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় শিশু ও নারীসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছ।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে,গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত নৃশংস আক্রমণে এখন পর্যন্ত
প্রায় ৪১,৩০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। এছাড়াও চলমান এ আগ্রাসনে ৯৫,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।
তথ্যসূত্র:
1. 44 Palestinians killed in Israeli attacks across Gaza: Civil Defense
– https://tinyurl.com/y65fykmu