লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৪

1
134

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও ৬৬ জন আহত হয়েছেন । এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

২০ সেপ্টেম্বর, শুক্রবার রাতে দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলের হামলায় লেবাননে দুইটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একসময় যেখানে একটি ভবন ছিল, সেখানে এখন কেবল ধূসর ধ্বংসস্তূপ। ঘন ধুলোর আস্তরণে আশপাশের রাস্তা ও গাড়ি ঢেকে যাচ্ছে। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আহত ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে নগরীর দক্ষিণ শহরতলিতে ঘনবসতিপূর্ণ দাহেহ এলাকায় সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এসময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত মঙ্গলবার ও বুধবার কয়েক হাজার পেজার ও ওয়াকি-টকিতে একযোগে বিস্ফোরণ ঘটে। এতে ৩৭ জন নিহত ও তিন হাজার বেসামরিক মানুষ আহত হন।


তথ্যসূত্র:
1. Top Hezbollah commander among 14 killed in Israeli strike on Beirut
– https://tinyurl.com/bdy3y46a
2. Senior Hezbollah commander killed following Israeli airstrike in southern Beirut
– https://tinyurl.com/yrvx4ra3

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতিন মুসলিম যুবককে মারধর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করলো উগ্রবাদী হিন্দুরা
পরবর্তী নিবন্ধবিগত ছয় মাসে ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান বাড়ল আরও ৩শতাংশ