সিরিয়ার ইদলিবে আসাদ রেজিমের গণহত্যা অব্যাহত

0
6

সিরিয়ার ইদলিব সিটিতে বেসামরিকদের বিরুদ্ধে নৃশংস আর্টিলারি হামলার ঘটনায় একজন স্বাস্থ্যকর্মী ও একটি শিশু প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরও ১১ জন।

সূত্রমতে, গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায়, কুখ্যাত নুসাইরি শিয়া আসাদ সরকারের মিলিশিয়া বাহিনীর সামরিক অবস্থান থেকে ইদলিবের তাফতানেজ শহরে এই হামলাটি চালানো হয়েছে।

সিরিয়ার সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেট) নিশ্চিত করেছে যে, নুসাইরি বাহিনীর নিক্ষিপ্ত গোলাগুলি বিশেষভাবে আবাসিক এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করেছিল, যা বেসামরিক বাড়িগুলিতে উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞ ঘটায়। হামলায় একজন স্বাস্থ্যকর্মী (নার্স) এবং একটি ছোট শিশু প্রাণ হারায়। এছাড়াও ৬ শিশু এবং ৩ নারীসহ ৯ আহত হয়েছেন। আহতদের মধ্যে একই পরিবারের একজন মা ও তার পাঁচ সন্তান রয়েছেন।

উদ্ধারকারী দলগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। আর গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ইদলিবের বিন্নিশ শহরে স্থানান্তরিত করে।


তথ্যসূত্র:
১| civilian nurse and children killed, and 9 others were injured
– https://tinyurl.com/2u2nvrn7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা জুড়ে বর্বর ইসরায়েলি হামলায় ৪৪ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধতিন মুসলিম যুবককে মারধর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করলো উগ্রবাদী হিন্দুরা