গাজায় আশ্রয়কেন্দ্রে বর্বর ইসরায়েলি হামলায় ২২ জনের মৃত্যু

0
26

গাজা শহরের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

যুদ্ধের সময় বন্ধ থাকা এই স্কুলটি আশ্রয়হীন মানুষের জন্য ব্যবহৃত হচ্ছিল বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, ২১ সেপ্টেম্বর, শনিবার আল-জায়তুন এলাকায় হামলায় নিহতদের মধ্যে ১৩টি শিশু ছিল। যার মধ্যে তিন মাস বয়সী একটি শিশুও রয়েছে। এ ছাড়া ছয়জন নারী-নিহত হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি একই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন।

শনিবার গাজার দক্ষিণাঞ্চলের মুসাবাহ এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গুদামকে টার্গেট করে ইসরায়েল হামলা চালায়। এতে মন্ত্রণালয়ের চারজন কর্মী নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে এই মাসের শুরুতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছিল, নুসেইরত শরণার্থী শিবিরে আল-জাউনি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় তাদের ছয়জন কর্মী নিহত হয়েছে। এই স্কুলটি হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

সংস্থাটি জানায়, ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত পাঁচটি স্কুলে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।


তথ্যসূত্র:
1. An Israeli strike on a school kills at least 22 people, Gaza Health Ministry says
– https://tinyurl.com/2vwr2446
2.Israeli strike kills at least 22 people at school shelter, Gaza officials say. IDF says it targeted Hamas
– https://tinyurl.com/4c2pn859

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৫
পরবর্তী নিবন্ধমুম্বাইতে মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা, মুসলিমদের প্রতিবাদ