লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় ২১ শিশুসহ নিহত বেড়ে ২৭৪

0
109

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে এ পর্যন্ত নিহত হয়েছেন ২৭৪ জন এবং আহত হয়েছেন আরও ১০০০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

২৩ সেপ্টেম্বর, সোমবার স্থানীয় সময় দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় হতাহতদের মধ্যে অধিকাংশই নারী, শিশু এবং প্যারামেডিক্স কর্মী ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে সন্ত্রাসী ইসরায়েল। আজ সোমবার প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ২৭৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০০ জন।

সোমবার স্থানীয় সময় সকালের পর পর লেবানের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহর ও গ্রামে ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিবিসির একজন প্রতিনিধি জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার লেবাননের তিন শতাধিক স্থাপনায় হামলা করা হয়েছে।

লেবাননের সাথে ইসরায়েলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলাই সবচেয়ে তীব্র বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে লেবাননে হাজার হাজার পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

যোগাযোগের যন্ত্রে বিস্ফোরণের ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় একাধিক শহরে একযোগে বিমান হামলার ঘটনা ঘটল।


তথ্যসূত্র:
1. Israel launches ‘extensive’ strikes on Hezbollah; Lebanon says hundreds killed and more than 1,000 injured
– https://tinyurl.com/48uk9n68
2.Deadliest day in years for Lebanon as Israel steps up strikes on Hezbollah
– https://www.bbc.com/news/articles/cp3wy8kpy3eo

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় নারী, শিশুসহ ৮ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা সত্ত্বেও তালিবান সরকারের রাষ্ট্রদূত গ্রহণ করেছে ১১টি দেশ