নিষেধাজ্ঞা সত্ত্বেও তালিবান সরকারের রাষ্ট্রদূত গ্রহণ করেছে ১১টি দেশ

0
383

বৈশ্বিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূতদের গ্রহণ করেছে ১১টি দেশ। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিগত বছরে বিভিন্ন দেশে কূটনীতিকদের পাঠিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। তাদেরকে গ্রহণ করে নিয়েছে মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, রাশিয়া, চীন, কাতার ও আরব আমিরাত।

এছাড়াও সরকারের সাথে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্কের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে আফগানিস্তানে সফর করেছে চীন, রাশিয়া, তুরস্ক, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আরব আমিরাত, কাতার, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

পাশাপাশি বিগত বছরে দেশটি ৯৭ হাজার ৫৫৬ জনকে পাসপোর্ট প্রদান করেছে। পাসপোর্ট নবায়ন করা হয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ১৪১টি। এ সময়ের মধ্যে ৪১ হাজার ৯৫৯ জন বিদেশি নাগরিকের আফগান ভিসার আবেদন গৃহীত হয়।


তথ্যসূত্র:
1. بهرنیو چارو وزارت: تېر کال په اوږدو کې لسګونه افغان ډيپلوماتان د ګڼو هېوادونو له لوري په رسمي ډول منل شوي
– https://tinyurl.com/c9ppfut2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় ২১ শিশুসহ নিহত বেড়ে ২৭৪
পরবর্তী নিবন্ধআরও ৭৩টি সামরিক যানবাহন মেরামত করলো আফগানিস্তান