ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিসমূহকে সুবিন্যস্ত করতে একটি সাধারণ অধিদপ্তর গঠন করে। এই অধিদপ্তরের আওতাধীন একাধিক খাতে ৪৩টি রাষ্ট্রয়াত্ত কোম্পানি রয়েছে। এই সকল কোম্পানির অধিকাংশই বর্তমানে সক্রিয় রয়েছে বলে জানান অধিদপ্তরটির নির্বাহী পরিচালক মৌলভী আহমদ জান বিলাল হাফিযাহুল্লাহ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিগত বছরের কর্মসম্পাদন প্রতিবেদন উপস্থাপন করেছে উক্ত অধিদপ্তর।
এতে জানানো হয়, কুশ তেপা খাল খনন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এছাড়া ২য় পর্যায়ে খনন কাজের অগ্রগতি ৬৪ শতাংশ, যা স্বাভাবিক গতিতে চলমান রয়েছে। এছাড়া আঞ্চলিক মেগাপ্রকল্প ‘CASA-1000 বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ’ এর বাস্তবায়নের প্রস্তুতি চলমান রয়েছে।
শেবারঘান-দাশত আলওয়ান-আরঘান্দি ৫০০ কিলোভোল্ট, গজনি-কান্দাহার ২২০ কিলোভোল্ট সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প প্রায় সমাপ্তির পথে। একই সাথে নূর-উল-জিহাদ সাবস্টেশন ও ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপনের কাজও প্রায় সমাপ্ত। বলা বাহুল্য যে, বিদ্যুৎ আমদানি কমিয়ে এনে দেশেই বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে তালেবান সরকার।
বিগত বছরের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে অন্যতম হল সরকারি শিল্প প্রতিষ্ঠানসমূহ সক্রিয় ও আধুনিকীকরণ। এর মধ্যে রয়েছে অসংখ্য পোল্ট্রি ফার্ম, বাঘলান প্রদেশের চিনি, কান্দাহার, বালখ ও পুল-ই-খামারি প্রদেশের টেক্সটাইল কারখানা এবং হেলমন্দ প্রদেশের তুলা ও তেল উৎপাদনকারী কোম্পানি।
বিগত বছরে ১৯৮ মিলিয়ন ঘনমিটার গ্যাস আহরণ ও প্রক্রিয়াজাত করেছে আমিরাতি তেল ও গ্যাস কোম্পানি। কোম্পানিটির গ্যাস আউটলেট চলতি বছরে ১১৭টিতে উন্নীত হয়েছে, বিগত বছর এই সংখ্যা ছিল ৮৫টি। ঘোরি ও জাবাল সারাজ সিমেন্ট কারখানা বিগত বছরে প্রায় ২লক্ষ টন সিমেন্ট উৎপাদন করেছে। এছাড়া কৃষি খাতে নানগারহার ভ্যালি এগ্রিকালচারাল এন্টারপ্রাইজের অর্জনসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
সংশ্লিষ্ট অধিদপ্তরের উল্লেখযোগ্য আরও কয়েকটি অর্জন হল খনিজ সম্পদ, টেক্সটাইল ও চামড়া শিল্পের পুনঃপ্রতিষ্ঠা, ৫হাজার ৪১৪টি বিভিন্ন প্রকার পণ্য রপ্তানি, দেশীয় হস্তশিল্প সংশ্লিষ্ট ২৭টি জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের আয়োজন।
তথ্যসূত্র:
1. Emirati Companies Directorate Highlights Major Progress in National Infrastructure and Industry
– https://tinyurl.com/mvd7t7sk
2. Directorate General of State-owned Corporations Unveils Annual Performance Report
– https://tinyurl.com/y5zuu9s7
3.Emirate Companies Report Achievements Over Past Year
– https://tinyurl.com/45yxbrr2