এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় কন্টেইনারভর্তি মরদেহ পাঠিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। তবে এসব মরদেহের নাম পরিচয় জানায়নি তারা। ফলে বেনামী এসব মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৫ সেপ্টেম্বর, বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভিকটিমদের নাম, মৃত্যুর সময় এবং কোথা থেকে তাদের তুলে নেওয়া হয়েছিল সেসব তথ্য না দেওয়া পর্যন্ত এ প্রক্রিয়া স্থগিত থাকবে। কন্টেইনারে ৮৮টি মরদেহ পাঠিয়েছে ইসরায়েল।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের এসব তথ্য জানা তাদের পরিবারের অধিকার। অপর এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস অজ্ঞাত লাশের চালানটিকে ইসরায়েলের ‘অমানবিক ও অপরাধমূলক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে।
আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজউম বলেছেন, ‘মৃতদেহগুলো শনাক্ত করা যাচ্ছে না, কারণ সেগুলোর বেশিরভাগই পচে গেছে। সম্ভবত মরদেহগুলো ইসরায়েলে অনেকদিন ধরে ছিল।’
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হাসপাতালে সন্ত্রাসী ইসরায়েল মরদেহগুলো ফেরত দিতে চেয়েছিল সেই হাসপাতাল জানিয়েছে, মানবিক এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে ইসরায়েলকে অবশ্যই মরদেহগুলো ফেরত দিতে হবে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল প্রায়ই সাধারণ জনগণকে ধরে নিয়ে যায়। এসব লোকজনের অনেককে নির্মম নির্যাতন করা হয়।
তথ্যসূত্র:
1. Israel slammed for sending 88 unidentifiable bodies of Palestinians to Gaza
– https://aje.io/jy7uw6
2.Israel sends 88 bodies to Gaza, Palestinians demand details before burying them
– https://tinyurl.com/2w5wk4v7