সোমালিয়ায় মুজাহিদদের পৃথক অপারেশনে অন্তত ২৯ শত্রু সেনা হতাহত

0
90

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকারি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার, দেশটির ৬টি শহরে অন্তত ৯টি হামলা চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিনরা। আর এসকল অভিযানের ৪ টিতে ৩ অফিসার সহ অন্তত ৯ সেনা নিহত এবং ২০ এরও বেশি সেনা সদস্য আহত হয়েছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা সবচেয়ে সফল অভিযানটি পরিচালনা করেছেন দক্ষিণাঞ্চলীয় জুবা রাজ্যের কিসমায়ো শহরে। অভিযানটি শহরের জানাই-আবদি এলাকায় অবস্থিত শত্রু বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে।

ফলশ্রুতিতে মোগাদিশু বাহিনীর অন্তত ৯ সেনা সদস্য নিহত হয়েছে, যাদের মধ্যে ৩ জন উচ্চপদস্থ সেনা অফিসারও রয়েছে। এই অভিযানে আরও ১৩ সেনা সদস্যও আহত হয়েছে। এছাড়াও অভিযান শেষে মুজাহিদগণ ঘটনাস্থল থেকে প্রচুর সংখ্যক বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম গনিমত পেয়েছেন।

এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা তাদের অন্য অভিযানগুলো পরিচালনা করেছেন রাজধানী মোগাদিশুর আইলশা এলাকা, জালাজদুদ রাজ্যের আইলুক শহর ও লুক এলাকা, জুবা রাজ্যের আফমাদো শহর, বাকুল রাজ্যের হাদার শহর এবং শাবেলি রাজ্যের ডানো ও জানালী শহরে।

মুজাহিদদের এসকল অভিযানের মধ্যে রাজধানীর আইলশা এলাকায় সেনা টহল দলকে টার্গেট করে পরিচালিত হামলায় অন্তত ৩ সোমালি সেনা আহত হয়। এমনিভাবে জালাজদুদ রাজ্যের আইলুক শহরের একটি সামরিক ব্যারাকে মুজাহিদদের পরিচালিত অভিযানে অন্তত ২ সৈন্য আহত হয়, আর রাজ্যটির লুক এলাকায় সেনা সমাবেশে মুজাহিদদের অতর্কিত আক্রমণে আরও অনেক সৈন্য হতাহত হয়। আর জালাজদুদ রাজ্যের আফমাদো শহরে মুজাহিদদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত হয়।

অপরদিকে সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় শাবেলি এবং বাকুল রাজ্যের ৩টি এলাকায় মুজাহিদগণ দখলদার উগান্ডান বাহিনীর ৩টি সামরিক ঘাঁটি এবং মোগাদিশু বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন। ফলশ্রুতিতে এই ঘাঁটিগুলোতে মুজাহিদদের হামলায় শত্রু বাহিনী ব্যাপক বস্তুগত ও জানমালের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননজুড়ে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলা, নিহত আরও ৭২
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত