ভারতে পালানের সময় সীমান্তে আটক ছাত্রলীগ নেতা

0
130

ভারতে পালানোর সময় নওগাঁ সীমান্তে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁর মহাদেবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম আব্দুল্লাহ আল আহসান (২৪)। সে চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ গণমাধ্যমকে জানায়, আওয়ামীলীগ সরকারের পতনের পর আব্দুল্লাহ আল আহসান নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় তিনটি মামলা হয়েছে। মামলার ভয়ে সে নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল। এজন্য মহাদেবপুর উপজেলার এক এজেন্টের সঙ্গে চুক্তি করে। খবর পেয়ে বিজিবি ওই এজেন্টকে জিম্মায় নেয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহ আল আহসানকে আটক করা হয়।

মহাদেবপুর থানার ওসি হাশমত আলী জানায়, আটককৃত ব্যক্তি নওগাঁর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে উপজেলার দেওপাড়া গ্রাম থেকে বিজিবির সহযোগিতায় তাকে আটক করা হয়। এরপর দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


তথ্যসূত্রঃ
১.ভারতে পালাতে গিয়ে সীমান্তে গ্রেফতার ছাত্রলীগ নেতা
– https://tinyurl.com/4ucwwhn7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাইজারে মুজাহিদদের পৃথক অভিযানে অন্তত ৬৯ সেনা নিহত
পরবর্তী নিবন্ধইসরায়েলের বর্বরতায় লেবাননে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০