গত ২৬ সেপ্টেম্বর আফগানিস্তানের জাবুল প্রদেশে আনুষ্ঠানিকভাবে চালু হল সদ্য নির্মিত ওমারি বাঁধ(পূর্বনাম ‘টরি বাঁধ’)। বাঁধটি প্রাদেশিক রাজধানী কালাত শহর থেকে ৪কিলোমিটার দূরে অবস্থিত। সম্পূর্ণ রাজস্ব বাজেটের আওতায় বাঁধটি নির্মিত হয়েছে। এতে ব্যয় হয়েছে ১২৭ মিলিয়ন আফগানি। উল্লেখ্য যে, ২০২২ সালের ১৪ই অক্টোবর বাঁধটির নির্মাণ কাজ শুরু হয়েছিল।
বাঁধটির আওতায় ৫৬০হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা দেয়া সম্ভব হবে। এছাড়া জলবিদ্যুৎ প্রক্রিয়ায় এটি হতে ৬১কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ ও ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে। ২৩মিটার উচ্চতা বিশিষ্ট বাঁধটির পানি ধারণ ক্ষমতা ২৯লক্ষ ঘনমিটার।
ওমারি বাঁধের উদ্বোধনী অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়া সরকারের বিশিষ্ট একাধিক নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ, বিদ্যুৎ ও পানি সম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর হাফিযাহুল্লাহ, গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইউনুস আখুন্দযাদা হাফিযাহুল্লাহ, প্রাদেশিক গভর্নর মৌলভী হিজবুল্লাহ আফগান হাফিযাহুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ বলেন, মহান আল্লাহর ইচ্ছায় জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি একে একে পূরণ করে যাবে ইমারতে ইসলামিয়া সরকার। বিগত সরকারের আমলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোর মধ্যে জাবুল প্রদেশ অন্যতম। তাই প্রদেশটিতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী মুহাম্মদ ইউনুস হাফিযাহুল্লাহ। এছাড়া দেশের উন্নয়নে ইমারতের ইসলামিয়া সরকারের সাফল্যের বিষয়ে আলোচনা করেন মন্ত্রী আব্দুল লতিফ হাফিযাহুল্লাহ।
বাঁধটি বাস্তবায়িত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাবুলের স্থানীয় বাসিন্দাগণ। তাদের জীবনমান উন্নয়নে বাঁধটি কার্যকর অবদান রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
তথ্যসূত্র:
1. Omari Dam Inaugurated in Zabul Province
– https://tinyurl.com/24d5mycm
2. Deputy PM Baradar inaugurates new Zabul dam, says IEA fulfills all its promises
– https://tinyurl.com/bdeud4vk