লেবাননে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবারও লেবাননের বৈরুতে ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছে ৩৩ জন এবং আহত হয়েছে আরও ১৯৫ জন। খবর আনাদোলু এজেন্সির।
এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর, শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯৫ জন। ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতের উপকণ্ঠে চিয়াম, বর্জ আল-বারাজনেহ এবং লিলাকির বিভিন্ন অংশ ও দক্ষিণের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে।
এদিকে গত শুক্রবার থেকে ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় লেবাননের হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুক্রবার হামলার পর থেকে বৈরুতের আশেপাশের বাসিন্দারা ওই এলাকায় রাস্তায় ও পার্কে ঘুমাচ্ছেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, লেবানন থেকে ৫০ হাজারের বেশি মানুষ ইসরায়েলি হামলার কারণে সিরিয়ায় আশ্রয় নিয়েছে।
সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্রান্দি এক এক্স পোস্টে জানান, হামলার কারণে লেবাননের অভ্যন্তরেও দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আলাবিয়াদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে এক হাজার ৬৪০ জন। এদের মধ্যে ১০৪ জন শিশু এবং ১৯৪ জন নারী। সেইসঙ্গে আহত হয়েছে ৮ হাজার ৪০৮ জন।
তথ্যসূত্র:
1. 33 killed, 195 Injured in Israeli attacks Saturday: Lebanese Health Ministry
– https://tinyurl.com/mvsp4nhu
2.Israeli aggression on Lebanon: 33 killed and 195 injured on Saturday
– https://english.wafa.ps/Pages/Details/149718
3. Lebanon Says 33 Killed, 195 Wounded In Israeli Strikes Saturday
– https://tinyurl.com/43t5wdaf