৩০মিলিয়ন ডলার বিনিয়োগে শুরু হল আফগান ইস্পাত প্লান্টের ২য় ধাপের কার্যক্রম

0
232

হেরাত প্রদেশে অবস্থিত আফগান ইস্পাত-লোহা প্লান্টের ২য় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ইমারতে ইসলামিয়া প্রশাসন। নতুন এই ধাপে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়া সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ।

প্লান্টটি স্থাপনের ১ম ধাপে ২০মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছিল। এতে ইতোমধ্যে ৫০০জন লোকের কর্মসংস্থান হয়েছে। ২য় ধাপে বিনিয়োগের ফলে ১হাজারের অধিক নতুন কর্মসংস্থান তৈরি হবে। বর্তমানে প্লান্টটিতে আন্তর্জাতিক মানের ৩০০টন স্টিল গার্ডার তৈরি হচ্ছে বলে জানান প্লান্টের চেয়ারম্যান হায়াতুল্লাহ নাজারি হাফিযাহুল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত নেতাগণ মূল্যবান বক্তব্য প্রদান করেন। বর্তমান আফগানিস্তান শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। তিনি দেশীয় পণ্য উৎপাদন ও রপ্তানিকে অগ্রাধিকার দিতে ব্যবসায়ীদের আহ্বান জানান। আফগানিস্তানে মৌলিক উপকরণ আমদানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি দেশীয় শিল্পে ব্যবসায়ীদের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেশীয় শিল্পকে এগিয়ে নিতে তালেবান সরকারের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়া সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খাইরখাহ হাফিযাহুল্লাহ এবং হেরাত প্রদেশের গভর্নর মৌলভী নূর আহমদ ইসলামজার হাফিযাহুল্লাহ। সাম্প্রতিক সময়ে হেরাত প্রদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত নেতৃবর্গ।


তথ্যসূত্র:
1. Afghan Steel Plant Begins Second Phase, Boosting Local Industry with $30 Million Investment
– https://tinyurl.com/yys5f5dx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমার্কিন বিমানঘাঁটি ও উগান্ডান সেনা ঘাঁটিতে আশ-শাবাবের ৪ অভিযান
পরবর্তী নিবন্ধলেবাননে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় নিহত ৩৩, এক সপ্তাহে বাস্তুচ্যুত ২ লাখ মানুষ