বিশেষভাবে প্রশিক্ষিত সেনাসদস্যদের সমন্বয়ে গঠিত হয় সামরিক কমান্ডো দল। উন্নত প্রশিক্ষণের পাশাপাশি তারা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত থাকেন। তুলনামূলকভাবে কষ্টসাধ্য অভিযান পরিচালনা করতে কাজে লাগানো হয় কমান্ডো সেনাদেরকে। সম্প্রতি তালেবান বিশেষ বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র হতে ৯৪৭জন কমান্ডো সদস্য সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ। এছাড়া গণ্যমান্য একাধিক কর্মকর্তা ও আলেমও এতে উপস্থিত ছিলেন।
ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছেন বিশেষ এই বাহিনীর সদস্যগণ। অনুষ্ঠানে মন্ত্রী ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ কমান্ডো সেনাদের অবদানের প্রশংসা করেছেন। পাশাপাশি দেশ ও জনগণের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে সদ্য প্রশিক্ষিত কমান্ডো সদস্যগণ সামরিক বিভিন্ন কলা-কৌশল ও দক্ষতা প্রদর্শন করেছেন। দেশ ও ইসলামী শরীয়াহ ব্যবস্থা হেফাজত করতে তারা আপন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তথ্যসূত্র:
1. Defense Minister Mawlawi Mujahid Affirms Special Forces’ Resolve to Protect Afghanistan’s Sovereignty
– https://tinyurl.com/w6prrhbj
2. Around 950 Commandos graduate from Special training command
– https://tinyurl.com/4775nkwf