গুজরাটে ১২০০ বছরের পুরোনো দরগাহ ভেঙে দিল বিজেপি সরকার

0
68

অবৈধ স্থাপনার অভিযোগ তুলে গুজরাটের সোমনাথ জেলায় ১২০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ধ্বংস করেছে গুজরাটের বিজেপি শাসিত সরকার।

গত ২৭ সেপ্টেম্বর, শনিবার সুপ্রিম কোর্টের আদেশ ভঙ্গ করে সোমনাথ মন্দির এলাকায় বেআইনিভাবে এই ভাঙচুর চালায় গুজরাট সরকার। গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট বুলডোজার তৎপরতার বিরুদ্ধে দায়ের করা এক পিটিশনের শুনানি কালে অনুমতি ছাড়া কোনো ধরনের উচ্ছেদ কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ দেয়।

উচ্ছেদ কার্যক্রমের সময় কমপক্ষে ১৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমের বরাতে জানা গেছে।

এই ঘটনা প্রতিবাদে সুপ্রিম কোর্টের আইনজীবী আনাস তানভীর স্থানীয় গণমাধ্যমকে জানায়, এই উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে স্পষ্টতই বিচার বিভাগকে অবজ্ঞা করা হয়েছে।

অ্যাডভোকেট তানভীর দরগাহর দেয়ালে খোদাই করা একটি লেখা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে যাতে লেখা রয়েছে, ‘কাঠামোটি আইনের অধীনে সুরক্ষিত একটি স্মৃতি স্তম্ভ।’

এর আগে এই অভিযানকে সামনে রেখে কমপক্ষে ৭০০ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

তানভীর আরো বলে, ‘বারো শত বছরের পুরোনো একটি সংরক্ষিত দরগাহ সুপ্রিম কোর্টের আদেশের কোনো তোয়াক্কা না করেই ধ্বংস করা হয়েছে। এইটা ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি তীব্র অসম্মান। এই ঘটনা যদি কোর্টকে অবমাননা না হয় তাহলে অবমাননা কোনটি?’

দরগাহ কমিটি ও স্থানীয় দায়িত্বশীলদের গ্রেফতার করা হয়েছে। পুরো এলাকা কর্ডন দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে বলে গণমাধ্যমের বরাতে খবর পাওয়া গেছে।


তথ্যসূত্রঃ
1.Gujarat: Authorities Demolish 1200-year-old Dargah, Mosque in Gir Somnath
– https://tinyurl.com/3em268m2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহাসিনা বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীর শরীরে ৫০০ ছররা গুলি, উন্নত চিকিৎসার দায়িত্ব নেয়নি সরকার
পরবর্তী নিবন্ধকাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় এক দখলদার ভারতীয় পুলিশ নিহত