আরও ২২টি মার্কিন সামরিক যান মেরামত করেছে ইমারাতে ইসলামিয়া

0
269

মার্কিন বাহিনীর ফেলে যাওয়া আরও ২২ সামরিক যান মেরামত করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই যানবাহনগুলো এখন দেশটির সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, ৩১৩ সেন্ট্রাল কর্পসের কারিগরি বিভাবের সেনারা যানবাহনগুলো মেরামত করেছেন। এই যানবাহনের মধ্যে রয়েছে রেঞ্জার পিকআপ ১৯টি, হুমভি ট্যাঙ্ক ২টি এবং অ্যাম্বুলেন্স ১টি।

উল্লেখ্য যে, গত ৩ বছরে ইমারতে ইসলামিয়া প্রশাসন মার্কিন বাহিনীর ফেলে যাওয়া অসংখ্য সামরিক যানবাহন মেরামত করেছে। এই যানবাহনগুলো বর্তমানে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হচ্ছে।


তথ্যসূত্র:
1. Central corps repairs numerous military vehicles
– https://tinyurl.com/yc8965mk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্র-জনতার উপর গুলি চালানো ময়মনসিংহের সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধঅধিকাংশ কৃষি ও প্রাণিসম্পদ পণ্যে স্বয়ংসম্পূর্ণ বর্তমান আফগানিস্তান: তালেবান কৃষি উপমন্ত্রী