আবারো গাজার স্কুলে ইসরায়েলি বর্বরতা, নিহত ৬

0
93

ফিলিস্তিনের ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পূর্বে তুফাহ এলাকার একটি স্কুলে ১ অক্টোবর, মঙ্গলবার ভোরে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। গাজার একটি মেডিকেল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বোমা হামলার শিকার সুজাইয়া বয়েজ নামের স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। সেখানে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালের মেডিকেল সূত্র জানায়, স্কুলে ইসরায়েলি বোমাবর্ষণের ফলে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে গাজার মৃত্যুর সংখ্যা ৪১ হাজার ৬০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৬ হাজার জন ফিলিস্তিনি।


তথ্যসূত্র:
1. 6 Palestinians killed in Israeli airstrike on school in Gaza housing displaced people
– https://tinyurl.com/yj3kwh28

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅধিকাংশ কৃষি ও প্রাণিসম্পদ পণ্যে স্বয়ংসম্পূর্ণ বর্তমান আফগানিস্তান: তালেবান কৃষি উপমন্ত্রী
পরবর্তী নিবন্ধগাজাজুড়ে সন্ত্রাসী ইসরায়েলের প্রাণঘাতী হামলা চলছেই, নিহত আরও ৩৭