রাজস্থানে মুসলিম পরিচয় দেওয়ায় সবজি বিক্রেতাকে মারধর

0
86

মুসলিম পরিচয়ের কারণে এক সবজি বিক্রেতাকে মারধর ও হেনস্তা করেছে উগ্রবাদী এক হিন্দু যুবক। গত ২৮ সেপ্টেম্বর রাজস্থানের জয়পুর এলাকায় এই ঘটনা ঘটে। হামলাকারীর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, সে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক নেতা।

মুসলিম ওই সবজি বিক্রেতাকে মারধর ও হেনস্তা করে তার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয় অনিল দধীচ নামক উগ্র হিন্দু যুবক।

ভুক্তভোগী শেহরাজ নামক মুসলিম সবজি বিক্রেতা উত্তর প্রদেশের বাসিন্দা। মোটরসাইকেলে করে গ্রামে গ্রামে সবজি বিক্রি করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমকে হেনস্তা ও মারধরের ওই ঘটনাকে তার জীবনের অর্জন হিসেবে উল্লেখ করে ওই উগ্রবাদী হিন্দু।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে ২৮ সেপ্টেম্বর, শনিবার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ভিডিও ধারণ করার দায়ে হিম্মাত সিং নামক দধীচের সহকারীকেও গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মুসলিম বিক্রেতাকে তার ঠিকানা ও ধর্মীয় পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করে ওই হিন্দু।

মুসলিম পরিচয় দেওয়ার সাথে সাথেই ‘বাংলাদেশী’ বলে সবজি বিক্রেতার গালে চড় মারে সে। ঘটনার শিকার শেহরজ নিজেকে ভারতীয় নাগরিক পরিচয় দিলেও তার কথা শোনেনি সে।

এক পর্যায়ে, দধীচ নামক উগ্রবাদী হিন্দু ধর্মীয় পরিচয় নিশ্চিতের জন্য শেহরজের প্যান্ট খুলতে বাধ্য করে। মুসলিম সবজি বিক্রেতাকে কেনো মারধর করছে পথচারীরা এই প্রশ্ন করলে, সে জবাবে শেহরজকে ‘মোল্লা’ বলে গালি দিয়ে পুনরায় তার গালে থাপ্পড় দেয়।

স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, দধীচ নামক ওই ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে নিয়মিত উগ্রবাদী পোস্ট করে।

এর আগেও গত বছর ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে বিতর্কিত একাধিক কর্মকাণ্ডে জড়িত ছিল সে।


তথ্যসূত্রঃ
1.Man arrested for assaulting Muslim vendor in Rajasthan’s Jaipur
-https://tinyurl.com/2khh2pw6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজাজুড়ে সন্ত্রাসী ইসরায়েলের প্রাণঘাতী হামলা চলছেই, নিহত আরও ৩৭
পরবর্তী নিবন্ধখান ইউনিসে দখলদার ইসরায়েলের বিমান হামলায় ৪৩ জনের প্রাণহানি