খান ইউনিসে দখলদার ইসরায়েলের বিমান হামলায় ৪৩ জনের প্রাণহানি

0
96

০২ অক্টোবর, বুধবার ভোরে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিস শহরে দখলদার ইসরায়েলের আগ্রাসনে কমপক্ষে ৪৩ জন বেসামরিক লোক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

খান ইউনিসের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিশেষ করে কিজান আল-নাজ্জার এবং আশপাশের এলাকায় দখলদার সেনাবাহিনীর স্থল আক্রমণ এবং বিমান হামলার পর মেডিকেল উদ্ধার কর্মীরা ৪০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগ শিশু ও মহিলা।

সাংবাদিক আহমেদ আল-জারদ জানিয়েছেন এ হামলায় তার ভাই, চাচা এবং চাচাতো ভাই সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। আহমেদ, তার মা এবং এক ভাই গুরুতর আহত হয়েছেন এবং পরে তাদের ইউরোপীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সাংবাদিক আল-জার্ড এর আত্মীয়রা ওয়াফা প্রতিনিধিদের জানিয়েছেন যে আল-জার্ড ও তার মা আহত হয়েছেন এবং জ্ঞান হারিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে দখলদার বাহিনী গাজা শহরের তুফাহ পাড়ার জারকা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত মাস্কট স্কুলে বোমাবর্ষণ করে, এতে তিনজন সাধারণ নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়।

এদিকে, গাজা শহরের পশ্চিমে আল-আমাল এতিমখানায় দখলদার বাহিনীর বোমা হামলায় ছয় বেসামরিক লোক নিহত এবং অন্যরা আহত হয়েছে।

দখলদার বাহিনী ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় স্থল, সমুদ্র এবং আকাশপথে নৃশংস আগ্রাসন অব্যাহত রেখেছে, যার ফলে ৪১,৬৩৮ ফিলিস্তিনি নিহত এবং ৯৬,৪৬০ জন আহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও মহিলা। এছাড়া হাজার হাজার নিখোঁজ মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে।


তথ্যসূত্র:
1. UPDATE: Israeli airstrikes claim the lives of 43 civilians in Khan Yunis
– https://english.wafa.ps/Pages/Details/149849
2.40 martyrs, dozens wounded in a new massacre by the occupation in Khan Younis
– https://sana.sy/en/?p=339435

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজস্থানে মুসলিম পরিচয় দেওয়ায় সবজি বিক্রেতাকে মারধর
পরবর্তী নিবন্ধলেবাননে লড়াইয়ে একদিনেই ৮ সন্ত্রাসী ইসরায়েলি সেনা নিহত