লেবাননে লড়াইয়ে একদিনেই ৮ সন্ত্রাসী ইসরায়েলি সেনা নিহত

0
159

১ অক্টোবর, মঙ্গলবার থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী । অভিযানে গিয়ে চরম প্রতিরোধের মুখে পড়েছে দখলদার বাহিনী। এরই মধ্যে ইসরায়েল একদিনেই তাদের আট সেনাকে হারিয়েছে বলে স্বীকার করেছে; আহত হয়েছে আরো অনেক।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ২ অক্টোবর, বুধবার স্থলযুদ্ধে তাদের ৮ সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

নিহতরা হল- ইগোজ কমান্ডো ইউনিটের টিম কমান্ডার ক্যাপ্টেন হারেল ইটিংগার (২৩), ইয়াহলোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের ক্যাপ্টেন ইতাই এরিয়েল গিয়াট (২৩), ইগোজ কমান্ডো ইউনিটের প্রথম শ্রেণীর সার্জেন্ট নোয়াম বারজিলে (২২), অর মন্তজুর (২১) ও নাজার ইতকিন (২১)। এছাড়া গোলানি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটের স্টাফ সার্জেন্ট আলমকেন টেরেফ (২১) ও ইডো ব্রয়ার (২১) নিহত হয়েছে।

এর আগে ২২ বছর বয়সী অপর ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তারের মৃত্যুর কথা জানিয়েছ আইডিএফ।

এই ঘটনায় আরও একজন অফিসার ও চার সেনা গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। গোলানী রিকন ইউনিটের দুই সৈন্য নিহত হয়েছে পৃথক সংঘর্ষে। ওই ঘটনায় আরেক সৈন্য আহত হয়েছে। এছাড়া গোলানী ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের একজন সামরিক চিকিৎসক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে আইডিএফের বিবৃতিতে।

এছাড়াও, প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে অভিযান চালাতে আসা সেনাদলের ওপর হামলা চালিয়েছে। এতে তারা হতাহত হয়েছে। ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে তাদের হতবাক করে দেওয়া হয়েছে। এ বিস্ফোরণে দলে থাকা সব সেনা আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. At least 8 Israeli troops killed in combat with Hezbollah in Lebanon
– https://tinyurl.com/mdc8ch7n
2.Israel says eight soldiers killed in clashes with Hezbollah in Lebanon
– https://tinyurl.com/36b5hnta

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখান ইউনিসে দখলদার ইসরায়েলের বিমান হামলায় ৪৩ জনের প্রাণহানি
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ৫১ ফিলিস্তিনি নিহত