গাজায় ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ৫১ ফিলিস্তিনি নিহত

0
35

লেবানন ও ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে ২ অক্টোবর, বুধবার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও স্থল অভিযানে অন্তত ৫১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮২ জন।

খান ইউনিস শহর ও তার আশপাশে ইসরায়েলি ট্যাংকগুলো এগিয়ে গেছে।
খান ইউনিসের স্থানীয় বাসিন্দারা তুমুল বন্দুকযুদ্ধ ও ভারী গোলাবর্ষণের খবর দিয়েছে। আহত এক ফিলিস্তিনি বলেছেন, তার গ্রামে কোনো সতর্কবার্তা ছাড়াই আচমকা তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি ট্যাংকগুলো। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, একটি স্কুলেই ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯ জন প্রাণ হারিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৫১ জন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। লেবাননে বিমান ও স্থল আক্রমণের পাশাপাশি গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব এ হামলায় ফিলিস্তিনের মধ্যে নিহতের সংখ্যা বাড়ছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহর, তুফাহ পাড়ার মাস্কাট স্কুল ও পশ্চিমে আল-আমাল এতিমখানায় হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এসব স্থানে আশ্রয় নেওয়া অন্তত নয়জন বাস্তুচ্যুত লোক নিহত হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ধ্বংসাত্মক ও রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডটিতে এ পর্যন্ত ৪১ হাজার ৬৮৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৬ হাজার ৬২৫ জন।

অনেক ফিলিস্তিনি আশঙ্কা করছেন, বিশ্বের মনোযোগ এখন লেবাননের দিকে চলে যাওয়ায় গাজায় সংঘাত দীর্ঘায়িত হতে পারে। গাজা সিটির বাসিন্দা সামির মোহাম্মদ বলেন, ‘বিশ্বের চোখ এখন লেবাননের দিকে। কিন্তু গাজায় ইসরায়েলি বাহিনী হত্যাকাণ্ড চালিয়েই যাচ্ছে। আমরা ভয় পাচ্ছি যে হামলা আরো দীর্ঘায়িত হবে।’


তথ্যসূত্র:
1. Gaza death toll nears 41,700 as Israeli attacks kill 51 more Palestinians
– https://tinyurl.com/4h8v2hum
2. Israeli strikes on southern Gaza kill 51, says Hamas-run health ministry
– https://tinyurl.com/4h8v2hum

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে লড়াইয়ে একদিনেই ৮ সন্ত্রাসী ইসরায়েলি সেনা নিহত
পরবর্তী নিবন্ধলেবাননে রাতভর ইসরাইলের বর্বর হামলায় নিহত ৪৬