গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় এক রাতে নিহত ৬৫

0
84

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সেনা বাহিনীর হামলায় এক রাতে নিহত হয়েছেন ৬৫ জন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন ফিলিস্তিনি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে ঘটেছে নিহত এবং আহতের এসব ঘটনা।

বুধবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া ইসরায়েলি স্থল বাহিনীর অভিযানে গাজার খান ইউনিস ও তার আশপাশের এলাকায় ৪০ জন কে হত্যা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করার পর উপত্যকার প্রধান শহর গাজা সিটির দিকে অগ্রসর হয় ইসরায়েলি সেনারা। সেখানে তাদের অভিযানে নিহত হয় আরও ২২ জন।

এছাড়া ফিলিস্তিনের বৃহত্তম শরণার্থী শিবির নুসেইরাতের একটি স্কুলে বুধবার রাতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। সেই অভিযানে নিহত হয়েছেন আরও ৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১৫ জন।

বৃহস্পতিবার ভোর পর্যন্ত যারা হতাহত হয়েছেন, তাদের সংখ্যা হিসেবে ধরে এক বিবৃতিতে গাজার বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গত প্রায় এক বছরের অভিযানে গাজায় প্রাণ হারিয়েছেন ৪১ হাজার ৬৮৯ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৯৬ হাজার ৬২৫ জন।


তথ্যসূত্র:
1. 65 killed in Israeli strikes on Gaza orphanage, school
– https://tinyurl.com/cpbcdhan

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাস দমনে তালেবান বিশেষ বাহিনীর সফল অভিযান প্রসঙ্গে বিবৃতি প্রকাশ
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ সংশ্লিষ্ট নতুন ৩টি চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া সরকারের বিদ্যুৎ বিভাগ