পশ্চিম তীরের শরণার্থী শিবিরে বর্বর ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ১৮

0
59

পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরে ০৪ অক্টোবর, শুক্রবার বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। গত ২০ বছরের মধ্যে প্রথম বারের মতো পশ্চিম তীরে যুদ্ধবিমান দিয়ে হামলা চালালো ইসরায়েল।

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী যেভাবে শক্তির অপব্যবহার করেছে তা ভয়াবহ বলে মনে করছেন বিশ্লেষকরা। গত কয়েক বছরে সেখানে ড্রোন বা হেলিকপ্টার থেকে হামলা হয়েছে। তবে প্রায় দুই দশক পর যুদ্ধবিমান থেকে ভয়াবহ হামলায় এক মা, তার দুই সন্তান এবং তার ভাইসহ কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছে।

যে ভবনে হামলা চালানো হয়েছে সেটি মাটির সঙ্গে একেবারে মিশে গেছে। সেখানকার হাসপাতালগুলোতে তীব্র রোগীর চাপ দেখা দিয়েছে। তুলকারেম শরণার্থী শিবিরের জন্য এটা ছিল একটি ভয়াবহ দিন।

জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। গত দুদিনে জাতিসংঘের তিনটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

প্রায় এক বছর ধরে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যেন এক ধ্বংষস্তূপে পরিণত করেছে দখলদার বাহিনী। অবরুদ্ধ এই উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৭৮৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৬ হাজার ৭৯৪ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।


তথ্যসূত্র:
1. 18 killed in Israeli strike on West Bank’s Tulkarem refugee camp: Ministry
– https://aje.io/99a9c4
2.18 Palestinians killed in Israeli massacre in Tulkarm refugee camp
– https://tinyurl.com/9e6zmjwh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিগত বছরে আফগানিস্তানে জিডিপি বেড়েছে ২.৭ শতাংশ
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত