ইসরায়েলি দখলদার বাহিনী ০৪ অক্টোবর, শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে তিনটি গণহত্যা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরো ৫০ জন আহত হয়েছে ।
গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এ নিয়ে নিহতের সংখ্যা প্রায় ৪১ হাজার ৮০২ জনে পৌঁছাল। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯৭ হাজার ।
শুক্রবার গাজা উপত্যকার খান ইউনিস এবং দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে দেইর আল-বালাহের পূর্বে বেসামরিক বাসিন্দাদের একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে চার জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট (পিআরসি) প্যারামেডিকরা তামউইন আশ-শাতি আশ্রয় কেন্দ্রের পাশে হামদোনা পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলায় পর পাঁচজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। আহতদের আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খান ইউনিস শহরের পার্শ্ববর্তী আল-মানার এলাকায় ইসরায়েলি বোমা হামলার পর আল-ফাররা পরিবারের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে প্যারামেডিকরা দু’জন মহিলা এবং একটি শিশুসহ মোট চারজন নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।
এছাড়াও, ইসরায়েলি দখলদার বাহিনী দেইর আল-বালাহ এবং খান ইউনিসের বিভিন্ন স্থানে বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয়স্থলে এবং কিছু বাড়িতে বোমাবর্ষণ অব্যহত রেখেছে।
তথ্যসূত্র:
1.Day 364 of aggression on Gaza: 41,802 martyrs, 96,844 injured
– https://tinyurl.com/yr2mtzrs
2.Israeli bombardment kills nine Palestinians, injures others in Gaza Strip
– https://english.wafa.ps/Pages/Details/149931