সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত

0
23

ইসরায়েলি দখলদার বাহিনী ০৪ অক্টোবর, শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে তিনটি গণহত্যা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরো ৫০ জন আহত হয়েছে ।

গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এ নিয়ে নিহতের সংখ্যা প্রায় ৪১ হাজার ৮০২ জনে পৌঁছাল। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯৭ হাজার ।

শুক্রবার গাজা উপত্যকার খান ইউনিস এবং দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে দেইর আল-বালাহের পূর্বে বেসামরিক বাসিন্দাদের একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে চার জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট (পিআরসি) প্যারামেডিকরা তামউইন আশ-শাতি আশ্রয় কেন্দ্রের পাশে হামদোনা পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলায় পর পাঁচজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। আহতদের আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খান ইউনিস শহরের পার্শ্ববর্তী আল-মানার এলাকায় ইসরায়েলি বোমা হামলার পর আল-ফাররা পরিবারের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে প্যারামেডিকরা দু’জন মহিলা এবং একটি শিশুসহ মোট চারজন নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।

এছাড়াও, ইসরায়েলি দখলদার বাহিনী দেইর আল-বালাহ এবং খান ইউনিসের বিভিন্ন স্থানে বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয়স্থলে এবং কিছু বাড়িতে বোমাবর্ষণ অব্যহত রেখেছে।


তথ্যসূত্র:
1.Day 364 of aggression on Gaza: 41,802 martyrs, 96,844 injured
– https://tinyurl.com/yr2mtzrs
2.Israeli bombardment kills nine Palestinians, injures others in Gaza Strip
– https://english.wafa.ps/Pages/Details/149931

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরের শরণার্থী শিবিরে বর্বর ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ১৮
পরবর্তী নিবন্ধবাংলাদেশের জলসীমা থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেল বিএসএফ