শেরপুর-ময়মনসিংহে আকস্মিক বন্যা, নিহত ৩

0
72

অতি ভারি বৃষ্টিপাত ও ভারত থেকে আসা ঢলে শেরপুর জেলার পাঁচ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এরমধ্যে নালিতাবাড়ী উপজেলায় এক নারীর মরদেহের সঙ্গে ভেসে এসেছে তার শিশু সন্তান। তবে মায়ের পরিচয় জানাতে পারেনি শিশুটি। এই ঢলে উপজেলাটিতে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন।

গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাতে উপজেলার বাঘবেড় গ্রামে মায়ের সঙ্গে শিশুটি ভেসে আসে।

৪ অক্টোবর সকাল থেকে ভারতীয় পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের চারটি নদীর পানি বাড়তে থাকে। যা পরবর্তীতে বন্যার সৃষ্টি করে। বন্যা থেকে বাঁচতে অনেকেই বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। কিন্তু ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলার অনেক মানুষ এখনো নিরাপদ স্থানে যেতে পারেনি।

ঝিনাইগাতীর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সারাদিন উদ্ধারকাজ করলেও সন্ধার পর থেকে তা বন্ধ রেখেছে।

ভারতীয় পাহাড়ি ঢলে প্রাণ হারানো তিনজনের মধ্যে একজন হলেন- নয়াবিল ইউনিয়নের খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী নামের এক বৃদ্ধ। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।


তথ্যসূত্র:
১. শেরপুরে বন্যায় তিনজনের মৃত্যু – https://tinyurl.com/ea9vss4p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুনার-নুরিস্তান মহাসড়ক সংস্কার কাজ উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প অনুমোদন করল ইমারতে ইসলামিয়া সরকার