দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো ও বিদ্যুৎ খাতে একাধিক প্রকল্প অনুমোদন করেছে তালেবান সরকারের আন্তঃমন্ত্রণালয় বিনিয়োগ কমিটি। এতে বাজেট নির্ধারিত হয়েছে প্রায় ১২ বিলিয়ন আফগানি। এই সরকারের অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে উক্ত কমিটি গঠন করা হয়েছে।
এই সকল প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ, সাবস্টেশন স্থাপন, সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন ও বৈদ্যুতিক কমপ্লেক্স উন্নয়ন। এছাড়া আরও অন্তর্ভুক্ত রয়েছে বাণিজ্যিক বাজার স্থাপন, কাস্টমস চেকপয়েন্টে ডিজিটাল স্ক্যানার স্থাপন, আবাসিক কমপ্লেক্স নির্মাণ ইত্যাদি। এই সকল প্রকল্প কাবুল, হেরাত ও হেলমন্দ প্রদেশের গুরুত্বপূর্ণ স্থানে বাস্তবায়িত হবে।
এছাড়া অবকাঠামো, কৃষি, শিল্প ও বিদ্যুৎ খাতসহ একাধিক খাতে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তা যাচাই করে যাচ্ছে উক্ত কমিটি। পাশাপাশি গৃহীত উদ্যোগসমূহ অবিলম্বে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে তাঁরা।
তথ্যসূত্র:
1. IEA Unveils AFN 12 Billion Investment Plan for Key Infrastructure and Energy Projects
– https://tinyurl.com/3uvctfn9