সন্ত্রাসী ইসরায়েলের প্রাণঘাতী হামলা চলছেই, নিহত আরও ২৩ ফিলিস্তিনি

0
24

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২৩ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। ০৫ অক্টোবর, শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ওয়াফা।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪১ হাজার ৮২৫ জনে পৌঁছেছে। এছাড়া ৯৬ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে যে নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তর-পূর্বে আল-দাওয়া পাড়ায় আলিয়ান এবং কারাজাহ পরিবারের একটি বাড়িতে দখলদারদের বিমান হামলায় পাঁচ বেসামরিক লোক নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।

গাজা উপত্যকার উত্তরে বেইত হানুন শহরে দখলদারদের বর্বর হামলায় আজ পাঁচজন বেসামরিক লোক নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।

মধ্য গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবির এবং দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি দখলদারদের বোমা হামলায় শনিবার ভোরে আট বেসামরিক ফিলিস্তি নিহত হয়েছে।

এছাড়াও নুসেইরাতের উত্তর-পূর্বে আল-গাফরি পরিবারের একটি বাড়িতে দখলদারদের বোমা হামলায় আরও দুই নাগরিক নিহত হয়েছে।


তথ্যসূত্র:
1.Death toll across Gaza Strip surges to 41,825, over 96,910 injured
– https://english.wafa.ps/Pages/Details/149942
2. Five civilians killed and others injured in Israeli airstrike on Beit Hanoun in Gaza
– https://english.wafa.ps/Pages/Details/149941

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটেগোতে আল-কায়েদার সফল অ্যাম্বুশে অন্তত ৩০ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধভারতীয় বাহিনী গত সেপ্টেম্বরে ১৭ কাশ্মিরিকে হত্যা করেছে